thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘অনেক নেতা গা বাঁচিয়ে গোয়েন্দা কার্যালয়ে আত্মসমর্পণ করে’

২০১৭ মার্চ ২৪ ২৩:৪৩:৫৭
‘অনেক নেতা গা বাঁচিয়ে গোয়েন্দা কার্যালয়ে আত্মসমর্পণ করে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এ সময়ের অনেক নেতাকে দেখে লজ্জা লাগে। কারণ তারা গা বাঁচিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য গোয়েন্দা কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করে আসেন।’

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে শুক্রবার (২৪ মার্চ) বিকেলে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বাংলাদেশ জেল ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নির যৌথ আয়োজনে ১৭১টি বিরল ছবি নিয়ে ২৫ মার্চ (শনিবার) থেকে শুরু হবে প্রদর্শনী, চলবে ২৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঐতিহাসিক এ কারাগারের ভেতরে প্রদর্শনীটি দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

ওবায়দুল কাদের আরও বলেছেন, ‘যৌবনের অধিকাংশ সময় জেল খেটেছেন বঙ্গবন্ধু। কারাগারে কতই না কষ্ট সইতে হয়েছে। তবু কারও কাছে মাথা নত করেননি। আর এখনকার রাজনীতি যারা করেন, তারা সামান্য সংকটে পড়লেই মাথা নত করেন। রাজনীতিবিদরা সংকট থেকে গা বাঁচাতে কিংবা নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য বিশেষ বিশেষ গোয়েন্দা বাহিনীর অফিসে গিয়ে আত্মসমর্পণ করেন। ১/১১ সময় অনেকেই কারাভোগ করেছেন। সেখান থেকে অনেক কিছুই শেখার ছিল। কিন্তু আদৌ কেউ শিক্ষা নিতে পেরেছেন কিনা জানা নেই।’

তিনি আরও বলেছেন, ‘রাজনীতির শিক্ষা বঙ্গবন্ধুর জীবন থেকেই নিতে হয়। রাজনীতির ইতিহাসে অনেকেই কানামাছি খেলতে চান। অনেকেই ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছেন। তারা কখনও সফল হয়নি। ভবিষ্যতেও সফল হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। রাজনীতিকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিখতে হবে। এজন্য প্রথমে স্ববিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বক্তব্যে আরও বলেছেন, ‘সাড়ে ৪ বছর কারাগারে কেটেছে আমার। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে দীর্ঘ ৩০ মাস কারাভোগ করি। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৬ মাস, তারপর কিছুদিন কারাগার মেডিক্যালে এবং বাকিটা সময় কেটেছে ফরিদপুর কারাগারে। ১/১১ এর পর কারাগার থেকে ছাড়া পেয়ে আমি বলেছিলাম, কারাগার হচ্ছে রাজনীতিবিদদের পাঠশালা। এই পাঠশালা থেকে আমি অনেক শিখেছি। তখন কারাগারে আমার সঙ্গে আরও অনেক নেতাকর্মী ছিলেন। তাদের খুব কমই শিক্ষা নিতে পেরেছেন। জেল থেকে বেরিয়ে তারা ক্ষমতার লোভে পড়ে যান। অতীতের শিক্ষার কথা মনে রাখেননি।’

আলোকচিত্র প্রদর্শনীটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আলোকচিত্র প্রদর্শনীর প্রতিটি ছবি কথা বলছে। তাকালেই মনে হচ্ছে, ছবিগুলো শতকণ্ঠে কথা বলে উঠছে। এখানকার একেকটি ছবি হাজারও মানুষের ভাষণ থেকেও অনেক বেশি গুরুত্ব বহন করছে।’

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিবুল হক, অতিরিক্ত কারা মহাপরিদশক কর্নেল ইকবাল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/এনআই/মার্চ ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর