thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

সিলেটে ‘অপারেশন টোয়াইলাইট’ চলছে

হতাহতের কোনো খবর পাওয়া যায়নি : আইএসপিআর

২০১৭ মার্চ ২৫ ১৭:০৫:২২
হতাহতের কোনো খবর পাওয়া যায়নি : আইএসপিআর

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিলেটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান।

শনিবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মুঠোফোনে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

এর আগে শনিবার সকাল ৯টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’অভিযান শুরু করে সেনাবাহিনীর একটি কমান্ডো ব্যাটালিয়ান। পাঁচতলা ভবনটিতে ‘অপারেশন টোয়াইলাইট’নামের এ অভিযান শুরু হয়। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ ও সোয়াট টিমের সদস্যরা সহায়তা করছে। সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন অভিযানটি তদারকি করছেন।

(দ্য রিপোর্ট/এস/এপি/মার্চ ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর