thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

গণহত্যার ব্যাপারে বিএনপির রাজনৈতিক অবস্থান জানতে চান কাদের

২০১৭ মার্চ ২৫ ২০:০৪:২৫
গণহত্যার ব্যাপারে বিএনপির রাজনৈতিক অবস্থান জানতে চান কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা মুক্তিযুদ্ধের ঘোষক বলে নিজেদের দাবি করে আমি সেই ঘোষক দাবিদার দলকে জিজ্ঞেস করতে চাই, ২৫ মার্চের এই গণহত্যা দিবসে আপনাদের কর্মসূচি কি? আমি জানতে চাই আপনারা এই নৃশংস হত্যাকাণ্ডের দিনে নীরব কেন? আমি জানতে চাই আজকের এই দিনে গণহত্যার ব্যাপারে বিএনপির রাজনৈতিক অবস্থান কি? বাংলাদেশের জনগণ জানতে চায়।

শনিবার (২৫ মার্চ) রাজধানীর লালবাগের আজাদ অফিস মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। ২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর আয়োজন করে।

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘এখানেই মেরুকরণ হয়ে যাবে। এখানেই মেরুকরণ হচ্ছে কারা সাম্প্রদায়িক অপশক্তিকে মদদ দেয়, আলবদর শত্রুদের সঙ্গে মিত্রতা করে। তারা মুক্তিযুদ্ধকে মানে না। বিএনপি নীরব কেন? বিএনপির কোন কর্মসূচি আজ নেই কেন? আজকের এই নৃশংসতম, বর্বরোচিত হত্যাকাণ্ডের দিনে দল হিসেবে বিএনপির অবস্থান কি? তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে? না ৪৭ পাকিস্তানের ধ্যান-ধারণা লালন করে?’

‘২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে যুদ্ধ হতো কি না সন্দেহ আছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এই তথ্য উনি কোথায় পেলেন? জিয়াউর রহমান নিজেই বলেছিলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ আওয়ামী লীগের নেতৃবৃন্দ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন।’

তিনি বলেন, ‘ফখরুল সাহেব এই তথ্য আপনি কোথায় পেলেন? স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন? ফখরুল সাহেব আপনি তো যুদ্ধই করেন নাই, স্বাধীনতার পক্ষেই ছিলেন না। আপনারা কি করে জানলেন জিয়াউর রহমানের ঘোষণায় বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন?’

হানিফ বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন ৩০ লাখ নয়, হয়তো ২-৩ লাখ মানুষ মারা গেছে। পাকিস্তান এর কয়েকদিন আগে বলেছিলো, তারা বাংলাদেশে একাত্তর সালে কোন গণহত্যা করে নাই। এ থেকে প্রমাণ হয়ে যায় পাকিস্তানের বক্তব্যকে জাস্টিফাই করার জন্য বেগম খালেদা জিয়া বলেছিলেন এত মানুষ মারা যায় নাই।’

এটা প্রমাণ হয়েছে এই বেগম খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে উল্লেখ করে তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মোজাফফর হোসেন পল্টু, দলটি সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এদিকে শনিবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘জাতীয় গণহত্যা দিবস’উপলক্ষে জনসভায় আয়োজন করা হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্লাহ সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কর্ণেল (অব.) ফারুক খান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, আসলামুল হক, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/মার্চ ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর