thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

চক্রান্তকারিরা এখনও তৎপর রয়েছে : নাসিম

২০১৭ মার্চ ২৫ ২০:১২:২১
চক্রান্তকারিরা এখনও তৎপর রয়েছে : নাসিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘চক্রান্তকারিরা এখনও তৎপর রয়েছে। পাকিস্তান পরাজিত হয়ে গেছে, কিন্তু তাদের দোসররা পরাজয় না মেনে, সব সময়ে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই ১৪দল সহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শনিবার (২৫ মার্চ) মিরপুর বধ্যভূমি প্রাঙ্গণে ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ১৪ দল এর আয়োজন করে। এর আগে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা মিরপুর বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নাসিম বলেন, ‘চক্রান্তকারিদের চক্রান্ত এখনও শেষ হয়নি বলেই, এখন বাংলাদেশে জঙ্গিরা হানা দেয়। ওরা পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৭১ এর ঘাতকের দোসরদের চূড়ান্তভাবে পারজিত করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়ে নাসিম বলেন, ‘আগামী নির্বাচন হবে ৭১এর ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন। এই নির্বাচনে ঘাতকের দোসরদের পারজিত করেতই হবে। পাকিস্তানের দোসরদের আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বাংলাদেশ থেকে এই জঙ্গিবাদির দোসরদের মূল উৎপাটন করতে হবে।’

নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহবান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নতুন প্রজন্মকে জানতে হবে, বুঝতে হবে একদিনে বাংলাদেশ স্বাধীন হয়নি। তোমাদের জানতে হবে কীভাবে, কার নির্দেশে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কীভাবে বাংলাদেশের লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছে।’

সমাবেশে ১৪ দলের নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘২৫ মার্চের গণহত্যা ছিল পৈশাচিকতার এক ভয়াবহ উদাহরণ। এই গণহত্যা ছিল পাকিস্তান সরকারের চূড়ান্ত বিশ্বাস ঘাতকতার বহিঃপ্রকাশ। ২৫ মার্চের গণহত্যার সংখ্যা নিয়ে যারা বিতর্ক করেন তাদের মতলব হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা।’

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ন্যাপ নেতা ইসমাইল হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/মার্চ ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর