thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

২৫ মার্চ স্মরণে ‘লাল যাত্রা’ (ভিডিও)

২০১৭ মার্চ ২৬ ০৯:২১:৩৬
২৫ মার্চ স্মরণে ‘লাল যাত্রা’ (ভিডিও)

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২৫ মার্চের ভয়াল কালো রাতকে স্মরণ করে দেশের অন্যতম নাট্য সংগঠন ‘প্রাচ্যনাট’ এ বছরও আয়োজন করেছিল 'লাল যাত্রা'। গতকাল বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র স্বোপার্জিত স্বাধীনতা চত্বর শুরু হয় ‘লাল যাত্রা’র আয়োজন। শুরুতে একটি ইম্প্রভাইজেশন প্রযোজনার মাধ্যমে তুলে ধরা হয় ২৫ মার্চের ভয়াল স্মৃতি। এর পর সেই স্মৃতি নিয়েই শুরু হয় গানের মিছিল।

প্রাচ্যনাটের কর্মীদের সঙ্গে যোগ দেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত হেঁটে যান সবাই। এ সময় সবার কণ্ঠে ছিলো দেশের গান ‘ধন ধান্য পুষ্প ভরা/ আমাদেরই বসুন্ধরা...’।

১৯৭১ সালের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতি চিরন্তন চত্বরে প্রদীপ প্রজ্বলন করা হয়। ২০১০ সাল থেকে প্রাচ্যনাট প্রতিবছর লাল যাত্রা’র আয়োজন করছে। এই আয়োজনটির মূল ভাবনা রাহুল আনন্দের। তিনি বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশে বসবাস করছি তাদেরকে স্মরণ করতেই এই আয়োজন।’

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/মার্চ ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর