thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা

২০১৭ মার্চ ২৬ ০৯:৫৭:২১
মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ পুলিশ রাজারবাগের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

রবিবার ভোরে বিনম্র শ্রদ্ধা ও পরম ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর পুলিশ সদস্যদের স্মরণ করেছে বাংলাদেশ পুলিশ।

প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন সকালে রাজারবাগে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানান। এর পর একে একে বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল জলিল মণ্ডল এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ উইমেনস্ নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) রাজারবাগে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানান।

সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং এএসপি থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এআরই/এনআই/মার্চ ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর