thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

র‌্যাবের গোয়েন্দা প্রধান লাইফ সাপোর্টে

২০১৭ মার্চ ২৬ ১৪:৫৭:২৭
র‌্যাবের গোয়েন্দা প্রধান লাইফ সাপোর্টে

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানকালে জঙ্গি আস্তানার কিছু দূরে শনিবার (২৫ মার্চ) দুই দফায় বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) দু’জন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন।

তারা হলেন-র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ ও গোয়েন্দা কর্মকর্তা মেজর আজাদ। এদের মধ্যে লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানিয়েছেন, লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি জানান, গুরুতর আহত র‌্যাবের ওই দুই কর্মকর্তাকে রাতেই সিলেট থেকে হেলিকপ্টারযোগে সিএমএইচ -এ ভর্তি করা হয়েছে।

এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন র‌্যাবের ওই দুই কর্মকর্তা। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হয়।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে আতিয়া মহলে প্যারা কমান্ডোর জঙ্গিবিরোধী অভিযানের সময় দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে পুলিশ চেকপোস্টের কাছে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর এক ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বিস্ফোরণ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হন। আহত হন অন্তত ৪৫ জন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এআরই/জেডটি/এনআই/মার্চ ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর