thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ফেনীতে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

২০১৭ মার্চ ২৬ ১৫:২০:২৯
ফেনীতে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. রিপন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় আরও ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত ছাত্রলীগ নেতা রিপন বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ও আলমপুর গ্রামের শফি উল্যাহর ছেলে।

জানা যায়, শনিবার মধ্যরাতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসহাক খোকন গ্রুপের মেম্বার মো. সেলিম, কালা মানিক, শরিফুল ইসলাম বাবু, মো. রিপনসহ ১৫-২০ জন এলাকার বিভিন্ন স্থানে মহড়া দেয়। এক পর্যায় তারা ওসমানিয়া স্কুল মাঠে গিয়ে স্থানীয় একটি গ্রুপের স্বাধীনতা দিবসের মাইক বাজানোর স্থলে হামলা চালায়। পরে সেখান থেকে ফিরে যাওয়ার সময় আলমপুর গ্রামের সাবেক মেম্বার শিপন গ্রুপের লোকজন রাস্তায় ব্যারিকেড দিলে দু’গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় শিপন গ্রুপের লোকজন এলোপাতাড়ি গুলি ছুঁড়লে ছাত্রলীগকর্মী রিপনসহ অন্তত পাঁচ-ছয়জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় ছাত্রলীগ নেতা মো. রিপনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মো. সেলিম, রুস্তম আলী ও চুট্টু নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, মামলার প্রস্তুতি চলছে।


(দ্য রিপোর্ট/এমকে/এনআই/মার্চ ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর