thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

ঢামেকে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার আসামির মৃত্যু

২০১৭ মার্চ ২৭ ১০:২৫:২৬
ঢামেকে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার আসামির মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলার এজাহারনামীয় আব্দুল আলী মোল্লা (৮০) নামে এক আসামি ঢামেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৭ মার্চ) সকালে তিনি মারা যান।

কারারক্ষী জাকারিয়া আলম জানান, আব্দুল আলী বাগেরহাটের কচুয়ায় উদানখালী গ্রামের মৃত মোহসীন আলী মোল্লার ছেলে। কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি বাগেরহাটের কচুয়া থানা পুলিশ আব্দুল আলী মোল্লাকে তার উদানখালি গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।

২৪ জানুয়ারি দুপুরে এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাগেরহাটের চার যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। আব্দুল মোল্লাকে সেই রাতে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/আরএস/এআরই/মার্চ ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর