thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

মিরপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা

২০১৭ মার্চ ২৭ ১৬:০৪:৫০
মিরপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা

পাভেল রহমান, দ্য রিপোর্ট : মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা করে বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মুন্নার নেতৃত্বে তার অনুসারি কলেজ শাখা ছাত্রলীগকর্মীরা। গতকাল (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতোই এবারো স্বাধীনতা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম।

বাংলাদেশ পথনাটক পরিষদের অর্থ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য মনজুর আলম সিদ্দিকী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘প্রতি বছরের মতো স্বাধীনতা দিবসে বিকেল ৫টায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও নেয়া হয়। এশার আজানের পর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মুন্নার নেতৃত্বে কিছু ছেলে এসে মাইকের তাঁর ছিঁড়ে ফেলে এবং অনুষ্ঠান বন্ধ করে দেয়।’

তিনি আরো বলেন, অনুষ্ঠান চলাকালীন মাগরিবের আজানের সময় ১০ মিনিট বিরতি দেয়া হয়। একইভাবে এশার আযানের জন্য ১০ মিনিট বিরতি দেয়া হয়। কিন্তু হঠাৎ করেই মুন্না ও তার সঙ্গীরা অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ সময় একটি দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করছিলো ‘মম সাংস্কৃতিক একাডেমি’র শিশু শিল্পীরা।

অনুষ্ঠানে উপস্থিত থাকা একাধিকজনের বর্ণনায় জানা গেছে, মসজিদে আযান চলাকালে অনুষ্ঠান চলছে কেন? এই অজুহাতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না অনুষ্ঠানস্থলে এসে মাইকের তার ছিঁড়ে ফেলে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ সময় মুন্নার সঙ্গে থাকা কয়েকজন ছেলে এসে দর্শক সারিতে বসা অতিথি ও ফোরামের নেত্রীবৃন্দদের অপমান করে এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করার জন্য হুমকি দিতে থাকে। সংস্কৃতিকর্মীরা প্রতিবাদ করতে গেলে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাদের গায়ে হাত তোলে এবং কলেজ প্রাঙ্গণ ত্যাগ করতে বলে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি কর্ণেল তাহেরের বোন ডালিয়া আহমেদ এগিয়ে গেলে তাঁকে এবং তাঁর স্বামীকে অনুষ্ঠানস্থল ত্যাগ করে নামাজ পড়তে যেতে বলে মুন্না ও তার সঙ্গীরা। এদিকে ঘটনার পর মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় সাংসদকে জানানো হয় এবং মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয় জিডি নাম্বার- ১৭৩৩।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাচ্যনাটের অভিনয়শিল্পী পারভীন পারু। তিনি বলেন, ‘স্বাধীন দেশে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ করে দেয়। আমরা কোন দেশে বসবাস করছি? অতিথিরা সবাই গিয়ে ছাত্রলীগ নেতা মুন্নার কাছে অনুরোধ করার পরও অনুষ্ঠানটা করতে দেয় নি ‍মুন্না ও তার সহযোগিরা।’

আবৃত্তিশিল্পী মজুমদার বিপ্লব বলেন, ‘মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম আয়োজিত স্বাধীনতা উৎসব অকস্মাৎ বন্ধ করে দিয়েছে ধর্মের ধ্বজাধারীরা। এরকম বাংলাদেশ দেখতে চাইনি আমরা। এদেশে স্বাধীনতা, সংস্কৃতি ও প্রগতির বিরুদ্ধাচারী এ গোষ্ঠীই এখন সংখ্যাগরিষ্ঠ। এদের ঘৃণ্য চক্রান্তকে রুখে দাঁড়ান। এদেরই রক্তবীজ এখন লাখে লাখে বেড়ে উঠছে বাংলার ঘরে ঘরে। প্রতিরোধে এগিয়ে আসুন।’

মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, ‘আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্দ, এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ছাত্রলীগ নামধারি সন্ত্রাসীদের শাস্তি দাবী করছি। এই ঘটনার প্রতিবাদে আজ(২৭ মার্চ) বিশ্ব নাট্য দিবসের অনুষ্ঠানমালায় মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের আওতাধীন সকল সংগঠনের কর্মীরা কালো ব্যাজ ধারণ করবে এবং অনুষ্ঠান স্থলে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করবে।’

‘মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম’ মিরপুরের প্রায় ৪০টি সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের একটি সম্মিলিত প্লাটফর্ম। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ভূক্ত এই সংগঠনগুলো দীর্ঘ দিন থেকেই জাতীয় দিবসগুলো সম্মিলিতভাবে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের ব্যানারে উদযাপন করে আসছে।

এই ধারাবাহিকতায় ২৬ মার্চ মিরপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘স্বাধীনতা দিবস’ উদযাপনের লক্ষ্যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আবৃত্তি শিল্পী ডালিয়া আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বাংলাদেশ পথনাটক পরিষদের অর্থ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য মনজুর আলম সিদ্দিকী, বাংলাদেশ পথনাটক পরিষদের প্রকাশনা সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য সগীর মোস্তফা’সহ বিভিন্ন সংগঠনের কর্মী ও নেত্রীবৃন্দ।

(দ্য রিপোর্ট/পিএস/মার্চ ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর