thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

মাগুরায় ১৪৭ জন মাদকসেবী ও বিক্রেতার আত্মসমর্পণ

২০১৭ মার্চ ২৭ ১৮:৪৬:২৭
মাগুরায় ১৪৭ জন মাদকসেবী ও বিক্রেতার আত্মসমর্পণ

মাগুরা প্রতিনিধি : ‘মাদক ও জঙ্গীবাদের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে মাগুরায় বার্ষিক পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলার ১৪৭ জন মাদক সেবী ও বিক্রেতা পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির কাছে আত্মসমর্পণ করেছে।

মাগুরা জেলার নোমানী ময়দানে সোমবার (২৭ মার্চ) দুপুরে বার্ষিক পুলিশ সমাবেশে তারা আত্মসমর্পণ করে।

মাগুরার পুলিশ সুপার মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে মাদক ও জঙ্গীবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনির-উজ-জামান।

তিনি প্রতিটি পরিবার থেকে মাদক ও জঙ্গীবাদকে প্রতিহত করতে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। এসময় তিনি আত্মসমর্পণকারীদের ফুল ও উপহার দিয়ে স্বাগত জানিয়ে মাদক থেকে বিরত থাকতে বলেন।

সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু।

সমাবেশে ইউপি চেয়ারম্যান, মেম্বার, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিকসহ বিভিন্ন নারী-পুরুষ অংশ নেয়। সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে মাদক বিরোধী একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের কলেজ রোড হয়ে ভায়না মোড়ে শেষ হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মার্চ ২৭, ২০১৭)কেএনইউ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর