thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মিরপুরে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দম্পতি আটক

২০১৭ মার্চ ২৮ ১০:২০:৫৬
মিরপুরে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দম্পতি আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে আটক ও গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ মার্চ) মিরপুরে প্রিয়াংকা হাউজিংয়ের ৬নং রোডের ১নং বাসা থেকে বুলি (১৭) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে শাহ আলী থানা পুলিশ।

রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।।

মঙ্গলবার (২৮ মার্চ) শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মদন সাহা জানান, বুলি আড়াই বছর ধরে গৃহকর্তা এবিএম হাসানুজ্জামান ও গৃহকর্ত্রী রেহেনা আক্তারের বাসায় কাজ করে আসছে। গত রাতে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করি।

এসআই আরও জানান, দীর্ঘদিন বুলিকে আটকে রেখে নির্যাতন করেছে তারা। বাইরে কারও সঙ্গে কথা বলতে দিত না। বিভিন্ন সময় নানা অজুহাতে রুটি বানানোর বেলুন দিয়ে তাকে মারধর করত। খুন্তি দিয়ে ছ্যাঁকা দিত। কোনো কাজ করতে দেরি হলে তখনই তাকে মারধর শুরু করত। তার শরীরে মারের দাগ পাওয়া গেছে। রাতেই গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে। নির্যাতিতা নিজেই বাদী হয়ে মামলা করেছে। মামলা নং-২৪। আজ তাদেরকে আদালতে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/আরএস/এম/এনআই/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর