thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বুধবার হাইডেলবার্গ সিমেন্টের লেনদেন বন্ধ

২০১৭ মার্চ ২৮ ১২:৪৮:২৪
বুধবার হাইডেলবার্গ সিমেন্টের লেনদেন বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবার (২৯ মার্চ) পুঁজিবাজারে সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেটের কারণে এ লেনদেন বন্ধ থাকবে বলে মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ২৮ মার্চ।

কোম্পানির কর্তৃপক্ষ জানায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৬৯ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৯৮ টাকা ৯৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডাদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগমী ১১ মে।

( দ্য রিপোর্ট/আরএ/এন/এনআই/ মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর