thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

নাসিরের সেঞ্চুরি, নেপালের লক্ষ্য ২৫৮

২০১৭ মার্চ ২৮ ১২:৫৫:৩২
নাসিরের সেঞ্চুরি, নেপালের লক্ষ্য ২৫৮

দ্য রিপোর্ট ডেস্ক : ইমার্জিং কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। মঙ্গলবার (২৮ মার্চ) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-২য়ে টসে হেরে ব্যাট করে বাংলাদেশ। নাসির হোসেনের সেঞ্চুরিতে ভর করে নেপালকে ২৫৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে ৩৩ রানেই চার উইকেট হারায় বাংলাদেশ। দলীয় এক রানে প্রথম উইকেট হারায় দল। ওপেনার আজমির আহমেদ ফেরেন শূন্য রানে। দলীয় ৮ রানে ও ব্যক্তিগত ৭ রানে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম ম্যাচের জয়ের নায়ক সাইফ হাসান।

এরপর মোহাম্মদ মিথুন শূন্য ও নাজমুল হোসাইন শান্ত ৪ রানে আউট হলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তিন ওভারের এক বিধ্বংসী স্পেলে বাংলাদেশকে টপ অর্ডার শূন্য করে দেন দেশের হয়ে প্রথম কোনো ওয়ানডে ম্যাচে সুযোগ পাওয়া অবিনাশ করন। অন্য উইকেটটি পান মাহবুব আলম।

তবে নাসির দলের হাল ধরেন। তিনি ১১৫ বলে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলে লড়াই করার পুঁজি এনে দেন বাংলাদেশকে। ১৫ চার আর ২ ছক্কায় এই ইনিংস সাজান নাসির। এছাড়া দলীয় অধিনায়ক মুমিনুল হক করেন ৬১ রান।

(দ্য রিপোর্ট/এনপিএস/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর