thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ব‌িচার ব‌িভাগ‌ের সক্ষমতা‌ বৃদ্ধ‌িতে সমঝোতা সই

২০১৭ মার্চ ২৮ ১৩:০২:৫৬
ব‌িচার ব‌িভাগ‌ের সক্ষমতা‌ বৃদ্ধ‌িতে সমঝোতা সই

দ্যরিপোর্ট প্রত‌িবেদক : আইন ও ব‌িচার ব‌িভাগ‌ের সক্ষমতা‌ বৃদ্ধ‌িতে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সাথ‌ে সমঝোতা সই করেছ‌ে আইন ও বিচার বিভাগ।


রাজধানীর সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেল‌ে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এ সমঝ‌োতা স্মারক‌ে সইহয়। বাংলাদ‌েশের পক্ষ‌ে আইন সচ‌িবআবু সাল‌েহ ম‌ো. জহিরুল হক ও ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ‌ে বিশ্বব‌িদ্যালয়‌েরভ‌িসি ও প্র‌েসিডেন্ট বার্ন‌ি গ্ল‌োভার সইকরেন।

'আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ' শীর্ষক প্রকল্পের আওতায় ৫৪০ জন বিচারককে প্রশিক্ষণ প্রদান করা হব‌ে।

আইন সচ‌িব তার বক্তৃতায় এই চুক্ত‌িকে যুগান্তকারী উল্ল‌েখ করে বল‌েন, পৃথ‌িবীর অন‌েক দ‌েশ জন্ম হওয়ার আগ‌ে থ‌েকেই এদ‌েশে ব‌িচার ব্যবস্থারয়‌েছে। র‌্যাভেনু (রাষ্ট্রের অর্থ) দ‌িয়ে ব‌িচারকদ‌ের ব‌িদেশে প্রশ‌িক্ষণ এর আগ‌ে কখনই হয়ন‌ি। এজন্য প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছ‌ে আমরা কৃতজ্ঞ।


আইনমন্ত্রীআন‌িসুল হক‌েরসভাপতি‌ত্ব‌ে অনুষ্ঠান‌ে সুপ্রিমকোর্টের রেজিস্টার জ‌েনারেল স‌ৈয়দ আম‌িনুল ইসলামসহ অনেকে উপস্থ‌িত ছ‌িলেন।

(দ্য রিপোর্ট/কেএ/এমকে/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর