thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বিসিসির ৬ ওয়ার্ড কাউন্সিলর সাময়িক বরখাস্ত

২০১৭ মার্চ ২৮ ১৫:৫৮:২৪
বিসিসির ৬ ওয়ার্ড কাউন্সিলর সাময়িক বরখাস্ত

বরিশাল অফিস : নাশকতাসহ বিভিন্ন মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৭, ৯, ১৮, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলরদের সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রাজধানীতে অবস্থানরত বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়া কাউন্সিলররা হলেন-কাউনিয়া এলাকার সৈয়দ আবকর হোসেন, কাঠপট্টি এলাকার মো. হারুন অর রশীদ, বটতলা এলাকার মীর একেএম জাহিদুল কবীর, রূপাতলী এলাকার মো. ফিরোজ আহমেদ, রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার মো. জিয়াউদ্দিন সিকদার ও ২৬ নং ওয়ার্ড হরিনাফুলিয়ার কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ।

বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামন জানান, সিটি কর্পোরেশন এ্যাক্ট ২০০৯ এর ১২ এর ১ উপধারায় উল্লেখ আছে যাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে তাদেরকে সাময়িক বরখাস্ত করা যাবে। এই ধারা অনুযায়ী উল্লেখিত কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা থাকায় এবং অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব (সিটিকর্পোরেশন শাখা-১) মো. মাহমুদুল আলম ২৭ মার্চ এই চিঠিতে স্বাক্ষর করেন।

এব্যাপারে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাময়িক বরখাস্তের বিষয়টি মৌখিকভাবে শুনেছেন, তবে চিঠি পাননি। এটা হয়রানি বৈ ভিন্ন কিছু নয় বলে মন্তব্য করেন তিনি।

(দ্য রিপোর্ট/একেএ/এমকে/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর