thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

ভারতের সঙ্গে গোপন সামরিক চুক্তি হচ্ছে না : মেনন

২০১৭ মার্চ ২৮ ২১:০৩:৩৫
ভারতের সঙ্গে গোপন সামরিক চুক্তি হচ্ছে না : মেনন

সাতক্ষীরা প্রতিনিধি : ‘ভারতের সঙ্গে গোপন সামরিক চুক্তি হচ্ছে’ বিএনপির এমন মন্তব্য প্রত্যাখ্যান করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘কোনো গোপন চুক্তি নয় বরং প্রকাশ্য সমঝোতা স্বাক্ষর হবে। তিস্তা চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গ এখনও বাধা হয়ে আছে।’

মঙ্গলবার (২৮ মার্চ) সাতক্ষীরার তালা উপজেলা সফরকালে পাটকেলঘাটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে আছে মন্তব্য করে মেনন বলেন, ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর থেকে জঙ্গি দমনে যে তৎপরতা চলছে তা এখনও অব্যাহত রয়েছে।’

জামায়াত নিষিদ্ধকরণের বিষয়ে তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল জামায়াত নিষিদ্ধ করার কথা বলেছে। তবে সরকার এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।’

মন্ত্রী পরে তালার কুমিরা উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

সকল রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিরোধী দল বলছে, সরকার নাকি জঙ্গি জঙ্গি খেলা করছে। এই জঙ্গি ও গণহত্যা দিবস উপলক্ষে তারা কোনো কর্মসূচিই গ্রহণ করেনি।’

এ সময় তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। এতে কোনো সন্দেহ নেই।’

তালা কলারোয়া আসনের সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলের পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, মনোজ সাহা, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল প্রমুখ।

তারা কপোতাক্ষ পুনঃখনন, পাটকেলঘাটা থানাকে উপজেলা, তালা উপজেলা সদরকে পৌরসভায় উন্নীতকরণ এবং সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

সকালে মন্ত্রী তালা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অরুণ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, পুলিশ সুপার আলতাফ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, নির্বাহী অফিসার ফরিদ হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/এনআই/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর