thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

জঙ্গিবাদ দমনে সরকারকে সহায়তা করতে চায় বিএনপি

২০১৭ মার্চ ২৯ ১৮:৪৯:৩৩
জঙ্গিবাদ দমনে সরকারকে সহায়তা করতে চায় বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : জঙ্গিবাদ দমনে জাতিকে ঐক্যবদ্ধ করতে সরকারকে সহায়তা করতে চায় বিএনপি এমনটা জানিয়েছেন দলটির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের একার পক্ষে এই উগ্রবাদ, জঙ্গিবাদ দমন করা সম্ভব হবে না। র‌্যাব, পুলিশ, বন্দুক দিয়ে কাজ হবে না। জঙ্গিবাদ দমনে একমাত্র উপায় হচ্ছে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। তাছাড়া জঙ্গিবাদ দমনে দেশের সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এদের দমন করা সম্ভব হবে।’

জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে বুধবার (২৯ মার্চ) বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মওদুদ আহমদ বলেন, ‘গণতন্ত্রকে ফিরিয়ে দিন, জঙ্গিবাদ এমনিতেই চলে যাবে। আহ্বান করে কাজ হবে না। উচিত হবে উদ্যোগ গ্রহণ করা। আর সরকারকেই সে উদ্যোগ নিতে হবে। তাই আসুন, দেশের প্রতিটি রাজনৈতিকদল ও নানান শ্রেণীপেশার লোকদের সঙ্গে বসে আলোচনা করুন। দেখেন জঙ্গিবাদ দমন করা যায় কিনা। কিন্তু যদি মনে করে থাকেন জঙ্গিবাদ নিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা নেবেন তাহলে অন্য কথা। বুঝবো জঙ্গিবাদের ঘটনা এটা রাজনৈতিক কৌশল।

ভারত-বাংলাদেশের চুক্তির দিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় স্বার্থবিরোধী যে কোনো চুক্তির বিরোধিতা করে বিএনপি। তাই জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয় এমন চুক্তি করা থেকে বিরত থাকুন। চুক্তির বিষয় গোপন না করে উচিত দেশের মানুষের সামনে উপস্থাপন করা এবং জনমত সাপেক্ষে চুক্তি করা। অন্যথায় একক চুক্তি করে ঝুঁকি নিলে এর দায় এড়াতে পারবে না আওয়ামী সরকার।’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। তা না হলে আওয়ামী লীগ নেতারা ও প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়নের কথা বলে ভোট চেয়ে বেড়াচ্ছেন। সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ হতো তাহলে ভোট চাইতে বারণ করতেন অন্যথায় বিএনপিকেও নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ দিতেন।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/মার্চ ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর