thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

দ্য রিপোর্টকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

‘মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিশেষ বিসিএস হচ্ছে না’

২০১৭ মার্চ ২৯ ২৩:২৬:১০
‘মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিশেষ বিসিএস হচ্ছে না’

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিশেষ বিসিএস পরীক্ষা নেওয়ার কোনো চিন্তা সরকারের নেই। এমনটা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সম্প্রতি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

মন্ত্রী বলেছেন,‘মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিশেষ বিসিএস পরীক্ষা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে এ বিষয়ে সরকারের কোনো চিন্তা-ভাবনা নেই। এমনকি সহসাই সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত আসবে না।’

সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনেক কিছু করছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার কয়েক ধাপে তাদের ভাতা বাড়িয়েছে। নাম মাত্র সুদে গৃহঋণের ব্যবস্থা করেছে।’

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে মন্ত্রী বলেছেন, ‘তাদের জন্য যা করা দরকার বর্তমান সরকার তা করবে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এটার উদ্দেশ্য হলো মুক্তিযোদ্ধা পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়া।’

তিনি আরও বলেছেন, ‘বিসিএসে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিশেষ সুবিধা দেওয়া আছে। মুক্তিযোদ্ধার সন্তান কোটা খালি থাকলে মেধা তালিকা থেকে সেই স্থান পূরণ করা হবে। এই অবস্থায় বিশেষ বিসিএস পরীক্ষার প্রয়োজন নেই।’

এদিকে, বিসিএসে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটার শূন্য পদ মুক্তিযোদ্ধার সন্তানদের দ্বারা পূরণ ও যোগ্য প্রার্থী পাওয়া না গেলে বিসিএসে মুক্তিযোদ্ধা কোটার শূন্য পদ মেধাতালিকা থেকে পূরণের সরকারি সিদ্ধান্ত বাতিল এবং সেই শূন্য পদে মুক্তিযোদ্ধার সন্তানদের দ্বারা পূরণের দাবিতে দীর্ঘদিন ধরে বিশেষ বিসিএস পরীক্ষার জন্য আন্দোলন করে আসছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। আন্দোলনের অংশ হিসেবে তারা নিয়মিত মানববন্ধন অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে দাবি তুলে ধরছে। এমনকি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেছে তারা।

এ বিষয়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি দ্য রিপোর্টকে বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে প্রশাসনের কিছু ব্যক্তি এ বিষয়ে ভুল বুঝিয়েছেন। হাজার হাজার মুক্তিযোদ্ধার সন্তান বেকার অবস্থায় রাস্তায় ঘুরছেন। পিএসসি যে বলছে যোগ্যতা সম্পন্ন মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া যাচ্ছে না, সেটা মিথ্যা। সাধারণ তালিকা থেকে মুক্তিযোদ্ধার সন্তানদের শূন্য কোটা পূরণ করা হলে এ জায়গায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা প্রবেশ করতে পারে।’

এ সময় তিনি মন্ত্রীকে তাদের দাবি মেনে নিতে অনুরোধ করেন। তা না হলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও জানান সাজ্জাদ হোসেন।

(দ্য রিপোর্ট/এএস/জেডটি/এনআই/মার্চ ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর