thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

অস্ট্রেলিয়ায় সাঁতার পুলে হাঙর!

২০১৭ মার্চ ৩০ ১০:১৬:১২
অস্ট্রেলিয়ায় সাঁতার পুলে হাঙর!

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ায় একটি সৈকতের পাশের এক সাঁতার পুল থেকে একটি ছোটখাটো হাঙর উদ্ধার করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সিডনির পাম বিচের সাঁতার পুলে পাওয়া যাওয়া এই 'ডাসকি হোয়েলার' হাঙরটির বয়েস খুব কম হওয়ায় এটি বিপজ্জনক ছিল না।

বন্যপ্রাণী উদ্ধারকারীরা একটি জাল দিয়ে তিন ফুট হাঙরটিকে টেনে তোলে তারপর সমুদ্রে ছেড়ে দেয়।

হাঙরটি সাঁতার পুলে কিভাবে এলো তা পরিষ্কার নয়, তবে স্থানীয়দের ধারণা, এটি উঁচু ঢেউয়ের কবলে পড়ে ছিটকে সেখানে এসে পড়ে।

তবে পুলে সাঁতার কাটতে আসা মানুষজনকে বেশ চমকে দেয় হাঙরের বাচ্চাটি।

স্থানীয় বাসিন্দা জেনিফার হিল বলেন, তাকে যখন হাঙরটির ব্যাপারে সতর্ক করা হয় তখন তিনি পুলের ভেতরেই সাঁতার কাটছিলেন।

তিনি বলেন, ‘আরেকজন নিয়মিত সাঁতারু কেবলই পানিতে নামবেন, এমন সময় তিনি নিচে তাকান এবং চেঁচিয়ে ওঠেন, হাঙর! হাঙর! ততক্ষণ পর্যন্ত ক্ষুদে হাঙরটি সবার অগোচরেই ছিল।’

রিটা ক্লুজ হাঙরটির ছবি তোলেন।

তিনি বলেন, ‘হাঙরটি দেখে আমরা যতটা না ভীত ছিলাম, তার চাইতে বেশি ও ভীত ছিল আমাদের দেখে।’

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর