thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

২০১৭ মার্চ ৩০ ১০:৫৬:৪৬
মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : পানির মটর চালু করতে গিয়ে রাজধানী কদমতলীর রায়েরবাগে বিদ্যুৎস্পৃষ্টে পলি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

পলি বেগম রায়েরবাগের মদিনাবাগ ৪১/১নং বাসায় স্বামী মোশারফ হোসেনের সঙ্গে বসবাস করতেন। তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।

নিহতের দেবর বাবু দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আজ (বৃহস্পতিবার) ভোরে পানির মটর চালু করতে নিচ তলায় যান ভাবি। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া দ্য রিপোর্টকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/এনআই/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর