thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

নিজ নামে বিমানবন্দর, বিতর্কে রোনালদো

২০১৭ মার্চ ৩০ ১১:৫৭:২১
নিজ নামে বিমানবন্দর, বিতর্কে রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক : রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের নামে পর্তুগালে বিমানবন্দর উদ্বোধন করেছেন। রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরার বিমানবন্দরের নাম তার নামে নামকরণ করা হয়েছে। পর্তুগালের স্থানীয় সময় সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিমানবন্দরের নতুন নাম উদ্বোধন করা হয়। মাদেইরা বিমান বন্দরের নাম এখন থেকে এয়ারপোর্টো ক্রিশ্চিয়ানো রোনালদো হিসেবেই পরিচিতি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রোনালদো তার বান্ধবী জিওর্জিনা, মা আভেইরো এবং ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে নিয়ে উপস্থিত ছিলেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত কয়েক হাজার ভক্ত সমর্থকের উদ্দেশে বক্তব্য রাখেন রোনালদো। তার নামে বিমান বন্দরের নামকরণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমার নামে বিমানবন্দরের নাম করার জন্য আমি নিজে কখনও অনুরোধ করিনি। বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়তো কেউ কেউ মেনে নিতে পারছেন না।’

বিমানবন্দর নামকরণ করার পাশাপাশি বাইরের অংশে অ্যারাইভাল লাউঞ্জের সামনে রোনালদোর একটি মূর্তিও বসানো হয়েছে সেখানে। এখানেও বিতর্ক তৈরি হয়েছে। কেননা রেনালদোর চেহারার সঙ্গে মূর্তিটির মিল প্রায় নেই বললেই চলে। তাই রোনালদোর অনেক ভক্ত আবার হতাশ প্রিয় তারকার মূর্তি দেখেও। অনেকেই মজা করে শিশুদের জনপ্রিয় টেলিভিশন শো ‘আর্ট অ্যাটাক’-এর সঙ্গে তুলনা করছেন নতুন মূর্তিকে। আবার কারও মতে, মূর্তিটা খুবই ভয়ঙ্কর।’

রোনালদোর নামে বিমানবন্দরের নামকরণ আর মূর্তি দুটি নিয়েই অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। সমালোচকদের বক্তব্য, যত বড় অর্জনই হোক, একজন ফুটবলারের নামে বিমানবন্দরের নামকরণ কোনোভাবেই সাজে না।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর