thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

বাবরের দুর্নীতি মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

২০১৭ মার্চ ৩০ ১৩:৩৭:১৭
বাবরের দুর্নীতি মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির নেতৃত্বাধীন সাবেক জোট সরকারের সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুদকের দায়ের করা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মামলা বাতিলের আবেদন খারিজ করে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইেকার্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম রফিকুল হক তালুকদার রাজা। দুদকের পক্ষে ‍শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৮ সালের ১৩ জানুয়ারি ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় বাবরের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

পরে বাবরের বিরুদ্ধে অভিযোগ আমালে নেয় বিচারিক আদালত। বিচারিক আদালতের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে বাবরের আইনজীবীরা। ওই আবেদন হাইকোর্ট খারিজ করে দিলেন। বর্তমানে মামলাটি মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।

(দ্য রিপোর্ট/কেআই/এমকে/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর