thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

টাঙ্গাইলে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

২০১৭ মার্চ ৩০ ১৫:০৩:২৫
টাঙ্গাইলে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

টাঙ্গাইল প্রতিনিধি : প্রস্তাবিত সড়ক পরিবহন আইনের প্রতিবাদে টাঙ্গাইদের সকল প্রকার চালকদের কর্মবিরতি চলছে। এতে করে টাঙ্গাইল থেকে সকল প্রচার যান চলাচল বন্ধ রয়েছে। পূর্ব কোন ঘোষণা ছাড়াই চালকদের কর্মবিরতির কারনে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

টাঙ্গাইল ও ‍ভূঁয়াপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, টার্মিনালের শ্রমিকরা বাস, কোচ ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে টাঙ্গাইলের সাথে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। একই সাথে জেলার অভ্যন্তরীন সড়কেও বাস চলাচল বন্ধ করে দিচ্ছে পরিবহন শ্রমিকরা।

টাঙ্গাইল জেলা বাস-কোচ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মীর লুৎফর রহমান লালজু দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি সরকার পরিবহন শ্রমিকদের জন্য যে নতুন কঠোর আইন করেছে তার প্রতিবাদে শ্রমিক এই কর্মসূচি পালন করছে। শ্রমিকরাই স্ব-ইচ্ছায় মালিকদের কাছে গাড়ি চাবি বুঝিয়ে দিয়েছেন। এটি ইউনিয়নের কোন সিদ্ধান্ত না বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/একেএ/এআরই/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর