thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

কোহলির কাছে হজের ক্ষমাপ্রার্থনা

২০১৭ মার্চ ৩০ ১৫:২১:৩৩
কোহলির কাছে হজের ক্ষমাপ্রার্থনা

দ্য রিপোর্ট ডেস্ক : কাঁধের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে খেলেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সিরিজটি ১-১ সমতায় ছিল। ফলে শেষ ম্যাচটিই ফাইনালে রূপ নিয়েছিল আর গুরুত্বপূর্ণ এ ম্যাচে কোহলির বদলি দলকে নেতৃত্ব দেন আজিঙ্কা রাহানে। ম্যাচটি ৮ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নেয় ভারত।

তবে কোহলির ওই ম্যাচে না খেলায় অনেকেই মনে করেন আস্ন আইপিএল উপলক্ষ্যেই নিজেকে বিশ্রামে রেখেছেন তিনি। কোহলির ইনজুরি কতটা গুরুতর সেটা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আর এই সমালোচনায় অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটসম্যান ব্রাড হজও অংশ নেন। তিনি বলেন, ‘কোহলি আইপিএলের ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আর সে জন্যই হয়তো কোনো ঝুঁকি না নিয়ে চতুর্থ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছে। এটা ভালোর খারাপ দিক। দেশের হয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে কোহলির না থাকাটা একটু অন্যরকম ইঙ্গিত দেয়।’

তবে নিজের এমন মন্তব্যের পর এবার হজ ক্ষমা চেয়েছেন। এক বিবৃতিতে তিনি জানান, ‘আমি সমগ্র ভারতের মানুষের কাছে, ভারতীয় ভক্ত-সমর্থকদের কাছে, ভারতীয় জাতীয় দলের কাছে আর বিশেষ করে কোহলির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার করা মন্তব্যটি কাউকে ছোটো করার জন্য ছিল না। কোনো সমালোচনা করে আমি ক্রিকেটের ক্ষতির কারণ হতে চাই না। আইপিএলের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমি আবারো বলছি, ভারতের কাছে আমি ক্ষমা চাচ্ছি কারণ, এই দেশের ক্রিকেট আমি উপভোগ করি। কোহলির নেতৃত্ব গুণে আমি মুগ্ধ।’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হজ কোহলির চোট নিয়েই সন্দেহ প্রকাশ করেন। সেই সময় তিনি বলেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে আমি ভাবতে চাই, কোহলির আঘাতটা গুরুতর। সিরিজ–নির্ধারণী একটি টেস্ট ম্যাচে না খেলে পরের সপ্তাহেই যদি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সে মাঠে নামে, তাহলে সেটা হবে খুবই বাজে একটা ব্যাপার।’

আর হজের এমন মন্তব্যটা অনেকেই মেনে নিতে পারেননি।

(দ্য রিপোর্ট/এনপিএস/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর