thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সুনামগঞ্জ-২ আসনে ভোট গণনা চলছে

২০১৭ মার্চ ৩০ ১৭:৩৫:৩৮
সুনামগঞ্জ-২ আসনে ভোট গণনা চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ। চলছে গণনা।

এ আসনের দুটি উপজেলার ১১০টি কেন্দ্রে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৪টার পরে একযোগে ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

এ আসনে ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৪৯১ জন পুরুষ ও ১ লাখ ২২ হাজার ৬৪০ জন নারী ভোটার রয়েছেন।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছে। এ ছাড়াও পুলিশের ৪৭টি মোবাইল টিম এবং ১৪ ট্রাইকিং ফোর্সসহ র‌্যাবের ১৫০ জন সদস্য ও বিজিবির ১২০ সদস্য নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক টহল দিচ্ছে।

উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। গত ২০ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বচানের তফসিল ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/জেডটি/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর