thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ভাঙ্গছে ভ্রমণ পিয়াসীদের মিলন মেলা

২০১৭ এপ্রিল ০১ ১৫:১৭:৪৮
ভাঙ্গছে ভ্রমণ পিয়াসীদের মিলন মেলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভ্রমণ পিয়াসীদের আনাগোনা ও পদচারণায় মুখরিত পর্যটন মেলা ‘ট্রাভেল মার্ট’ শেষ হচ্ছে শনিবার (১ এপ্রিল)।

গত বৃস্পতিবার শুরু হওয়া তিন দিনের এ মেলায় ট্রাভেল কোম্পানিগুলো দিয়েছিল নানা রকম ছাড়ের সুযোগ। ফলে পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মেলায় পরিণত হয়েছিল রাজধানীর সোনারগাঁ হোটেল।

শনিবার মেলা ঘুরে দেখা যায়, হানিমুন ট্যুরস এন্ড ট্রাভেলসের প্যাকেজে ঈদে মেলা উপলক্ষে আড়াই হাজার টাকা সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে না। কোম্পানির বিক্রয়কর্মী আতিকুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ক্রেতাদের ভালই সাড়া পেয়েছি। আশা করি আজ সারাদিনে আরও সাড়া পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড ৬ রাত ৭ দিন ভ্রমণে আমার নিচ্ছি মাত্র ৫৪ হাজার ৯০০ টাকা। শুধু সিঙ্গাপুর ২ রাত ৩ দিন ৩৯ হাজার টাকায় ভ্রমণ করার সুযোগ দিচ্ছি আমরা।’

গ্লোরি হলিডেজ প্যাকেজের এ্যাকাউন্টিং অফিসার মোহাম্মদ ইমরান বলেন, ‘ক্রেতারা শুরু থেকেই মেলায় আসছেন এবং আমাদের প্যাকেজের বিক্রি ও ভালো। আমাদের লন্ডন প্যাকেজ ৫ দিনের, খরচ এক লাখ ৪৯ হাজার টাকা এবং ভিসা সার্ভিস চার্জ ৫ হাজার টাকা। অন্যান্য সব চার্জ ফ্রি দিচ্ছি।’

জেটওয়ে হলিডেজের কর্পোরেট ম্যানেজার ইমরান হোসেন জানান, ‘হানিমুন প্যাকেজ মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। তিনি বলেন, ‘ফান আইল্যান্ড রিসোর্ট ৩ দিন ২ রাত ৮৭ হাজার টাকা, প্যারাডাইস আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড স্পা ৩ দিন ২ রাত ৯৪ হাজার টাকা এবং রয়্যাল আইল্যান্ড রিসোর্ট ৩ দিন ২ রাত এক লাখ ৫ হাজার টাকায় অফার দেওয়া হচ্ছে। এছাড়া বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ৬ দিন ৫ রাত ৫৫ হাজার টাকা। ৯ মে, ২৭ জুন এবং ২১ ডিসেম্বর ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে।’

তিনি আরও জানান, বাসে দার্জিলিং, ভুটান ৯ দিন ৮ রাত ভ্রমণের প্যাকেজ মাত্র ২৬ হাজার টাকা। এ সুযোগ থাকছে ৯ মে, ২৭ জুন, ২রা সেপ্টেম্বর ও ২১ ডিসেম্বর ভ্রমণের ক্ষেত্রে। ভুটানে ৪ দিন ৩ রাত ভ্রমণের প্যাকেজ ৩৬ হাজার টাকা। আগামী ৯ মে, ২৭ জুন, ২ সেপ্টেম্বর ও ২১ ডিসেম্বর ভ্রমণ করলে এ সুবিধা পাওয়া যাবে।

(দ্য রিপোর্ট/জেজে/আরএমএম/এআরই/এপ্রিল ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর