thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

দেশি চ্যানেলে আরেকটি বিদেশি সিরিয়াল

২০১৭ এপ্রিল ০২ ১০:৩৪:২৩
দেশি চ্যানেলে আরেকটি বিদেশি সিরিয়াল

দ্য রিপোর্ট প্রতিবেদক : মাছরাঙা টেলিভিশনে রবিবার (০২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সত্যকাহিনী অবলম্বনে নির্মিত ঐতিহাসিক ড্রামা সিরিয়াল ‘দিরিলিস’। বাংলায় ডাবিংকৃত সিরিয়ালটি প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায়।

বহুল আলোচিত অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমানের পূর্বপুরুষ এবং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রল গাজীর কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই সিরিয়াল। তুর্কি ভাষায় নির্মিত এ সিরিয়ালটি গত তিন বছর ধরে তুরস্কের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্বীকৃত।

ইতোমধ্যে ৪৩টি দেশে ২২টি ভাষায় প্রচারিত এই সিরিয়াল ব্যাপক সাড়া জাগিয়েছে। ‘দিরিলিস’ চিত্রায়নের জন্য হলিউডের এক্সপেন্ডিবলস ২, রন ইন, কোনান দ্য ব্যারব্যারিয়ানের মত চলচ্চিত্রের প্রোডাকশন টিমকে তুরস্কে আমন্ত্রণ জানানো হয়।

প্রতি পর্বে সাত মিলিয়ন মার্কিন ডলার বাজেট সম্পন্ন এই অনুষ্ঠান তুরস্কের টেলিভিশনের ইতিহাসে অন্যতম মাইলফলক।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এপ্রিল ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর