thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সিলেটের সাথে ফের সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

২০১৭ এপ্রিল ০৫ ১৮:৫০:১৭
সিলেটের সাথে ফের সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি : এক সপ্তাহের ব্যবধানে ফের সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত ক’দিনের টানা বর্ষণের কারণে এবার শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলস্টেশনের মাঝামাঝি ১৪১নং রেলসেতু দেবে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ রেলসেতুটি দেবে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম।

তিনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সেতুটির মেরামত কাজ চলছে। রাত ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২৯ মার্চ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬ নম্বর ব্রিজের তলদেশের মাটি বৃষ্টির কারণে ধ্বসে যাওয়ায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। মেরামত কাজ সম্পন্ন করার পর চারদিন পর (৩ এপ্রিল) রেল চলাচল স্বাভাবিক হয়েছিল।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জেডটি/এপ্রিল ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর