thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু হতে পারে আজ

২০১৭ এপ্রিল ০৬ ১০:১১:৪৩
সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু হতে পারে আজ

মৌলভীবাজার প্রতিনিধি : সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হতে পারে বৃহস্পতিবার। প্রবল পাহাড়ি ঢলে শ্রীমঙ্গল-সাতগাঁও রেলস্টেশনের ১৪১ নং সেতু দেবে যাওয়ায় বুধবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে সিলেটের সঙ্গে ‍সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

সূত্রে জানা যায়, গত কয়েকদিনের অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের প্রবল চাপে স্থানীয়ভাবে ‘ভয়িসমারা পুল’ হিসেবে পরিচিত সেতুটির মোট দশটি পাকা পিলারের মধ্যে তিনটি পিলারের রেললাইনের অংশ নিচে নেমে গেছে। এতে সেতু থেকে ‘সিসি ক্লিপ’ সরে গিয়ে দেবে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন দ্য রিপোর্টকে বলেন, মুষলধারায় বৃষ্টি থাকার কারণে বুধবার রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। মেরামত কাজ চলছে। বৃহম্পতিবার দুপুরের দিকে আশা করি রেল চলাচল স্বাভাবিক হবে।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর