thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

শাহজালাল ব্যাংকের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে

২০১৭ এপ্রিল ০৬ ১১:০০:৩০
শাহজালাল ব্যাংকের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিদেক : দুই বছর ধরে ব্যবসায় উত্থানে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক। কোম্পানির শেয়ারপ্রতি মুনাফার সঙ্গে সঙ্গে বেড়েছে লভ্যাংশ ঘোষণার পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের ২০১৪ সালের ১.০২ টাকার সমন্বিত ইপিএস বেড়ে ২০১৫ সালে হয় ১.৭৯ টাকা। যা সর্বশেষ ২০১৬ সালে আরও বেড়ে হয়েছে ২.২৬ টাকা। এ হিসাবে আগের বছরের তুলনায় ২০১৬ সালে ইপিএস বেড়েছে ০.৪৭ টাকা বা ২৬ শতাংশ।

এদিকে ইপিএসের সঙ্গে সঙ্গে কোম্পানির লভ্যাংশ ঘোষণার পরিমাণও বেড়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ১০ শতাংশ নগদ লভ্যাংশ থেকে বাড়িয়ে ২০১৫ সালে ১৩ শতাংশ ঘোষণা করে। যা ২০১৬ সালের জন্য আরও বাড়িয়ে ১৫ শতাংশ (১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ ঘোষণা করেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর শাহজালাল ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৭০ টাকায়।

কোম্পানির ২০১৬ সালের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ মে সকাল ১০টায় মহাখালী রাওয়া কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ২৭ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৫ এপ্রিল) কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ১৬.৯০ টাকায়।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর