thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ওলামা-মাশায়েখ সম্মেলনে মসজিদুন নববীর ইমাম

‘সন্ত্রাস-জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্ক নেই’

২০১৭ এপ্রিল ০৬ ১৬:১৪:২৬
‘সন্ত্রাস-জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্ক নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মসজিদুন নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাশিম বলেছেন, ‘ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত। আমাদের ধর্ম ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো সন্ত্রাসকে সমর্থন করে না।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উলামা-মাশায়েখ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

মসজিদুন নববীর ইমাম আরো বলেছেন, ‘এই মহাসম্মেলনে ইসলামের প্রকৃত চিত্র ফুঠে এসেছে। এটি সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ককে আরও মজবুত করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের যে আপ্যায়ন করেছেন, এতে আমরা সন্তুষ্ট।’

তিনি আরো বলেছেন, ‘আমরা পৃথিবীর যে কোনো এলাকার হই না কেন, আমাদের বড় পরিচয় হলো মুসলমান। কোনো দেশ বা সীমানা আমাদের বিচ্ছিন্ন করতে পারে না। এক মুসলমান আরেক মুসলমানের সম্পর্ক আপন ভাইয়ের মতো। আল্লাহ আমাদের মুসলমান হিসেবে পাঠিয়েছেন। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করছি।’

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর চেয়ারম্যান ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে রয়েছেন পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুন নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম।

(দ্য রিপোর্ট/কেএ/জেডটি/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর