thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

অডিটে এসে পবিবো পরিচালকের মৃত্যু

২০১৭ এপ্রিল ০৬ ১৮:১৩:২৭
অডিটে এসে পবিবো পরিচালকের মৃত্যু

যশোর অফিস : যশোরে অডিট করতে এসে আরিফুল আলম (৫২) নামের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) এক পরিচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউজ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মৃত আরিফুল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (নিরীক্ষা) ও রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার জামসেদ হোসেনের ছেলে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক ফজলুল হক জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (নীরিক্ষা) আরিফুল আলম নীরিক্ষা কার্যক্রমের জন্য বুধবার সন্ধ্যায় বিমানযোগে ঢাকা থেকে যশোরে আসেন। রাতে সবার সঙ্গে খাবার খেয়ে রেস্ট হাউজে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে তার কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ঘর খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় তাকে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, আরিফুল আলমের মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মাসুম কাজী জানান, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আরিফুল আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর