thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বিএসপিএ’র সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম দুর্ঘটনায় নিহত

২০১৭ এপ্রিল ০৬ ১৯:৩৮:৫৩
বিএসপিএ’র সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম দুর্ঘটনায় নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম আর নেই। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে মোহাম্মদ সেলিম পোস্টাল একাডেমির অধ্যক্ষসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন পদে চাকরি করেছেন। তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, দৈনিক মানবজমিন, দৈনিক খবর, মাসিক মোহামেডান ও পাক্ষিক ক্রীড়া জগত পত্রিকায় খেলাধুলা নিয়ে লেখালেখি করেছেন।

বিএসপিএ ২০১৩ সালে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে মোহাম্মদ সেলিমকে সংবর্ধনা প্রদান করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরা ১৪ নম্বর সেক্টর মসজিদে মোহাম্মদ সেলিমের জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলেই বনানী কবরাস্থানে দাফন করা হয়।

সিনিয়র এই ক্রীড়ালেখকের মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন এবং সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিবসহ কার্যনির্বাহী কমিটি এবং সকল সদস্য গভীর শোক প্রকাশ করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

(দ্য রিপোর্ট/কেআই/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর