thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বুধবার সারাদেশে তেল-গ্যাস-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির বিক্ষোভ

২০১৩ অক্টোবর ০৮ ১৫:৫১:২২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
বুধবার সারাদেশে তেল-গ্যাস-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির বিক্ষোভ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘রামপাল নিয়ে প্রধানমন্ত্রী অগ্রসর হলেই হরতালের ঘোষণা দেওয়া হবে, তখন দেশে যে পরিস্থিতিই থাকুক না কেন। আর সরকারের মেয়াদকাল শেষে যে সরকারই ক্ষমতায় আসুক সেটা সামরিক হোক, আধা সামরিক হোক আর বিএনপি হোক- এ প্রকল্প নিয়ে যারাই অগ্রসর হবে তাদের বিরুদ্ধেই কঠোর কর্মসূচিসহ হরতাল দেওয়া হবে।’

মঙ্গলবার সকালে রাজধানীর মুক্তি ভবনে সিপিবি’র অফিসে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ এসব কথা বলেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক দেন আনু মুহাম্মদ। তিনি জানান, কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পালন করা হবে।

কমিটির আন্দোলনে বিএনপির সমর্থনের প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা বিরোধী দলে থাকেন তারাই আমাদের সমর্থন দেন। আর ক্ষমতায় গেলে আমাদের ভুলে যান। ফুলবাড়ি আন্দোলনে বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেতা আমাদের সমর্থন দিয়েছিলেন। আর ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করেছেন।’

তিনি আরো বলেন, ‘সুন্দরবনকে দখল করার নানা ধরনের তৎপরতা চলছে। এখন প্রশ্ন কারা করছে? আমরা দেখছি সুন্দরবন এলাকায় অসংখ্য প্রতিষ্ঠানের সাইনবোর্ড। কারণ সুন্দরবন ধ্বংস হলে তারা সেখানে সহজে ব্যবসা করতে পারবেন।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক বলেন, ‘সরকার এই প্রকল্প নিয়ে অগ্রসর হওয়ার মাধ্যমে ভারতের সঙ্গে বন্ধুত্বের পথ আরো সঙ্কুচিত করেছে। ভারতের আগ্রাসী নীতি এবং দুই দেশের কতিপয় গোষ্ঠীর মুনাফা আগ্রাসী তৎপরতার কাছে সরকার আত্মসমর্পণ করেছে। সুন্দরবন ধ্বংস করার এই প্রকল্প কাজের আনুষ্ঠানিক উন্মোচনের দিন বাংলাদেশ-ভারতের সম্পর্কের একটি কলঙ্ক রচিত হবে।’

জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘ভারত আমাদের যা সর্বনাশ করার অতীতে করেছে, এখনো করছে। আর রামপাল প্রকল্প হলো সর্বনাশের কফিনে শেষ পেরেকে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (কনভেনশন প্রস্তুতি কমিটি) কেন্দ্রীয় নেতা শুভাংশু চক্রবর্তী, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ (খালেকুজ্জামান) নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টির নেতা রাগিম আহসান মুন্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর