thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

মাগুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ২০

২০১৭ এপ্রিল ০৮ ১৫:৩৩:৫৮
মাগুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ২০

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় আধিপত্য নিয়ে দু’দলের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সাথে জড়িত অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ঝগড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন-মো. ওহাব মোল্ল্যা (৫৫), হালিম মোল্ল্যা (৬০), আলিম মোল্ল্যা (৫০), হায়াত আলী খান (৬০), ধলা মিয়া (৫২), শহিদুজ্জামান (৩৫), শামীম খান (২২), মনিরুল মোল্ল্যা (৩৫), রহিমা খাতুন (২৮), হিরন মোল্ল্যা (৪০), পিন্টু মোল্ল্যা (২৭) ও ডালিম মোল্ল্যা (৩২)।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ঝগড়দিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহাবুব মোল্ল্যার সমর্থকদের সঙ্গে হায়াত আলী খানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাতব্বর মাহাবুব মোল্ল্যা, আব্দুল কায়েম মেম্বারসহ ১৬ জনকে আটক করা হয়েছে। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপ্রিল ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর