thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

চলচ্চিত্রকর্মীদের মধ্যে চাই একতা : রাজ্জাক

২০১৭ এপ্রিল ০৯ ১০:৩২:৩৪
চলচ্চিত্রকর্মীদের মধ্যে চাই একতা : রাজ্জাক

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘চলচ্চিত্র আন্দোলনের কর্মী এবং নির্মাতারা দুটি ধারা তৈরি করে ফেলেছেন। এভাবে চলতে চলতে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছেন। এভাবে চলতে থাকলে একদিন দেখা যাবে, চলচ্চিত্রই ধ্বংস হয়ে গেছে। এখন সকল চলচ্চিত্রকর্মীদের মধ্যে চাই একতা।’- এই মন্তব্য করেছেন নায়করাজ রাজ্জাক।

তিনি বলেন, ‘শুধু সিনেপ্লেক্সের জন্য সিনেমা না বানিয়ে আপনারা এবার বলাকা, মধুমিতা আর পুরোনো সিনেমা হলগুলোর জন্যও ছবি বানান। এই নির্মাতাদের চিন্তাধারা ভীষণ ভালো। তারা সিনেমা হলে লোক টানতে সক্ষম।’

রাজধানীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে শনিবার বিকেলে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ চাই শীর্ষক সভায় রাজ্জাক এ কথা বলেন। রাজ্জাকের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সভায় আরও উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা-প্রযোজক সৈয়দ হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা মসিহ্উদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এপ্রিল ৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর