thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রাইট শেয়ার ঘোষণা

সাউথইস্ট ব্যাংকের মুনাফা কমলেও লভ্যাংশ বেড়েছে

২০১৭ এপ্রিল ০৯ ১৫:৫৩:২৫
সাউথইস্ট ব্যাংকের মুনাফা কমলেও লভ্যাংশ বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিদেক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের মুনাফা কমলেও লভ্যাংশ ঘোষণা বেড়েছে। এ ছাড়া ব্যাংক কর্তৃপক্ষ রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬৬ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.৩৫ টাকা। এ হিসাবে প্রতিষ্ঠানটির ইপিএস কমেছে ০.৬৯ টাকা বা ২০.৬০ শতাংশ।

এদিকে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৬ সালের ২.৬৬ টাকা ইপিএসের বিপরীতে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা আগের বছরের ৩.৩৫ টাকা ইপিএসের বিপরীতে ছিল ১৫ শতাংশ। এ হিসাবে ইপিএস কমলেও লভ্যাংশ ঘোষণা বেড়েছে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রতিটি রাইট শেয়ার ১২.৫০ টাকা দরে ইস্যু করতে চায়। যা শেয়ারহোল্ডার ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে ইস্যু করা হবে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সাউথইস্ট ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৯৩ টাকায়।

কোম্পানির ২০১৬ সালের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২২ মে সকাল ১১ টায় রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ২৭ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (৯ এপ্রিল) কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ২১.১০ টাকায়।

(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর