thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ জুলাই ২০১৮, ৫ শ্রাবণ ১৪২৫,  ৬ নভেম্বর ১৪৩৯

ট্রাস্ট ব্যাংকের ১৬ শতাংশ দর পতন

২০১৭ এপ্রিল ০৯ ১৫:৫৬:০১
ট্রাস্ট ব্যাংকের ১৬ শতাংশ দর পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবারের (৯ এপ্রিল) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন লুজারের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক। এ দিন কোম্পানির শেয়ারের দর কমেছে ১৫.৯২ শতাংশ। মূলত রেকর্ড ডেট পরবর্তী দর সমন্বয়ের কারনে এ পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার ট্রাস্ট ব্যাংকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৮.৯ টাকা। যা রবিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৪.৩ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ২৪ টাকা থেকে ২৫.৮ টাকায় লেনদেন হয়।

টপ টেন লুজারে উঠে আসা অপর ইস্যুগুলোর মধ্যে- তুং হাই নিটিংয়ের ৫.৪৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৫ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.৯১ শতাংশ, সালভো কেমিক্যালের ৪.৮৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.৪৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৪.১৫ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৪.১০ শতাংশ, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের ৪.০৫ শতাংশ ও ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৪.০৩ শতাংশ দর কমেছে।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবররে