thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

হাক্কানি পাল্পের ৯ শতাংশ দর বৃদ্ধি

২০১৭ এপ্রিল ০৯ ১৬:০০:৫২
হাক্কানি পাল্পের ৯ শতাংশ দর বৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক : থামছে না হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের অস্বাভাবিক দর বৃদ্ধি। রবিবারের (৯ এপ্রিল) লেনদেনে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮.৯৯ শতাংশ। যাতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৬ এপ্রিল হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ডিএসই কর্তৃপক্ষ তথ্য প্রকাশ করে। যে দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। এমন খবর ওই দিন কোম্পানির শেয়ারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও রবিবার গেইনারের শীর্ষে উঠে এসেছে।

দেখা গেছে, গত ৭ মার্চ কোম্পানির শেয়ার দর ছিল ৫০.৬ টাকা। যা এক মাসের ব্যবধানে ৫ এপ্রিল লেনদেন শেষে ৫৭.২ টাকায় দাঁড়ায়। এ হিসাবে দর বাড়ে ৬.৬ টাকা বা ১৩.০৪ শতাংশ। এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত করেছিল।

এদিকে শনিবার (৮ এপ্রিল) হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৫৫.৬ টাকা। যা রবিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬০.৬ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ৫৫.৬ থেকে ৬১.১ টাকায় লেনদেন হয়।

রবিবারের টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- শমরিতা হসপিটালের ৪.১৯ শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৪.১১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.৩৮ শতাংশ, এনসিসি ব্যাংকের ৩.৩৩ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২.৯৮ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ২.৮৯ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৬০ শতাংশ, ডেফোডিল কম্পিউটার্সের ২.৪৭ শতাংশ ও রিজেন্ট টেক্সটাইলের ২.৩৫ শতাংশ দাম বেড়েছে।

দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর