thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘থিয়েটার করি না, কাগজ তৈরি করি’(ভিডিও)

২০১৭ এপ্রিল ০৯ ১৭:৫৫:১১
‘থিয়েটার করি না, কাগজ তৈরি করি’(ভিডিও)

পাভেল রহমান, দ্য রিপোর্ট : ভারতবর্ষের সাড়ে তিন হাজারেরও বেশি নাট্যদলের শিল্পীরা সরকারিভাবে বেতনভুক্ত (গ্র্যান্ট সেলারি) হয়ে কাজ করছেন। পশ্চিমবঙ্গেই প্রায় তিনশত নাট্যদলের শিল্পীরা সরকারি বেতনের অন্তর্ভুক্ত। পেশাদার নাট্যচর্চার ক্ষেত্রে সরকারি এই সহযোগিতা বিশেষ ভূমিকা পালন করছে। এমনটাই মনে করা হয়।

বাংলাদেশের থিয়েটার কর্মীরাও দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানাচ্ছে শিল্পীদের বেতনের অন্তর্ভুক্ত করা হোক। এদিকে, ভারতে সাড়ে তিন হাজারেরও বেশি নাট্যদলের শিল্পীরা সরকারি বেতন সুবিধা পেয়ে থাকলেও অনেক মূল ধারার নাট্যশিল্পী বেতন পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। সরকারি ‘গ্র্যান্ট সেলারি’ দেওয়ার প্রক্রিয়া নিয়েও রয়েছে ভিন্নমত।

দিল্লীর গ্রীনরুম থিয়েটারের নাট্যনির্দেশক ও অভিনয়শিল্পী অঞ্জন কাঞ্জিলাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘থিয়েটার যে করার, সে ভেতরের শিল্প-তাগিদ থেকেই করে। সরকার যদি জীবিকার নিশ্চয়তা তৈরি করে দেয় তবে ভালো। সরকারি সহযোগিতা ছাড়াও থিয়েটার করা সম্ভব। দিল্লীতে আমরা নিয়মিত বাংলা নাটকের চর্চা করছি, কিন্তু সেলারি পাচ্ছি না।’

ভারতে গ্র্যান্ট সেলারি পাওয়ার পরও অনেকে থিয়েটার করেন না। প্রপোজাল তৈরি করে টাকার অপব্যবহার করেন। এমন মন্তব্যও করেছেন অঞ্জন কাঞ্জিলাল। তিনি বলেছেন, ‘ভারতে এখন থিয়েটারকর্মীরা নয় মাস থিয়েটার করেন না, থিয়েটারের কাগজ তৈরি করেন।’

ভারতে নাট্যশিল্পীদের বেতন পাওয়া প্রসঙ্গে বললেন অঞ্জন কাঞ্জিলাল

ভারতের দিল্লী গ্রীনরুম থিয়েটার গত মাসে এসেছিল বাংলাদেশে। ঢাকার প্রাঙ্গণেমোর আয়োজিত দুই বাংলার নাট্যমেলায় দলটি মঞ্চস্থ করে নাটক ‘অসুখ’। সুমনা কাঞ্জিলালের লেখা এ নাটকটি নির্দেশনা দিয়েছেন অঞ্জন কাঞ্জিলাল।

ঢাকার দর্শকের কাছে নাটকটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। নাটক এবং ভারতবর্ষের নাট্যচর্চা নিয়ে নাট্যজন অঞ্জন কাঞ্জিলাল মুখোমুখি হয়েছিলেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের। তিনি বলেছেন, ‘অসুখ নাটকটি করতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে।’

ভারতের এ নাট্যনির্দেশক আরো বলেছেন, ‘নাটকের গল্পটি যেহেতু থিয়েটারেরই কিছু নেতিবাচক দিক নিয়ে, থিয়েটারকর্তরা খুব একটা খুশি হবেন না জেনেও নাটকটি মঞ্চে নিয়ে আসার ব্যাপারে ‍দৃঢ় ছিলাম। নাটকটি করতে গিয়ে থিয়েটারের একাধিক কর্তা আমাদের হুমকি দিয়েছেন।’

নাটকের প্রেক্ষাপট কলকাতার কোনো নাট্যদলের কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘থিয়েটারচর্চায় পরিবারতন্ত্র কলকাতায় যেমন আছে, বাংলাদেশেও আছে। তাই নাটকটি কলকাতার প্রেক্ষাপট নিয়ে বলা যাবে না। থিয়েটারকর্তারা কিভাবে থিয়েটারকে তাদের পরিবারবৃত্তির জায়গা বানিয়ে ফেলেন, সেটা দেখানো হয়েছে। তাই এ নাটকটি মঞ্চে আনা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল।’

‘অসুখ’ নাটক প্রসঙ্গে যা বললেন অঞ্জন কাঞ্জিলাল

প্রথমবার ঢাকায় নাটক মঞ্চস্থ করেছে দিল্লীর গ্রীনরুম থিয়েটার। ঢাকার আতিথিয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন দলটির নাট্যশিল্পীরা। প্রাঙ্গণেমোর নাট্যদলের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছে গ্রীনরুম থিয়েটার।

বাংলাদেশের মানুষের নাটক নিয়ে আগ্রহ দেখে তারা অভিভূত। ৭৫ ঘন্টার ভ্রমণ করে নাটক মঞ্চায়ন করতে আসার আগে ভাবতেই পারেননি এখানকার মানুষের মধ্যে থিয়েটার নিয়ে এতটা উন্মাদনা রয়েছে।

বাংলাদেশে আবারো নাটক মঞ্চায়ন করতে চান। সেই কথাও জানালেন দলটির শিল্পীরা।

(দ্য রিপোর্ট/পিএস/জেডটি/এপ্রিল ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর