thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মহাখালীতে পণ্যাগারে আগুন, তদন্ত কমিটি

২০১৭ এপ্রিল ০৯ ১৮:১৩:৩২
মহাখালীতে পণ্যাগারে আগুন, তদন্ত কমিটি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় পণ্যাগারে আগুন লাগার ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মো. আব্দুল মালেককে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (৯ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন- পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (অর্থ) প্রণব কুমার নিয়োগী, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. সমীরকান্তি সরকার, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (স্বাস্থ্য উইং) খায়রুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ হান্নান, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক সমরেন্দ্রনাথ বিশ্বাস।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো. ফয়সাল শাহ সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

রাজধানীর মহাখালীর সাততলা টেমোর মোড় এলাকায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রথমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও পরে আরও ৫টি ইউনিটসহ মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রবিবারও গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিসকর্মীরা আগুন পুরোপুরি নেভাতে কাজ করে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/এপ্রিল ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর