thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

শাবিপ্রবিতে সাংবাদিকদের উপর হামলায় বাকৃবিসাসের নিন্দা

২০১৭ এপ্রিল ০৯ ১৯:১৩:২৮
শাবিপ্রবিতে সাংবাদিকদের উপর হামলায় বাকৃবিসাসের নিন্দা

বাকৃবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)। একইসাথে হামলায় জড়িতদের বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক হয়েছে।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাকৃবিসাসের সভাপতি এস. এম. আশিফুল ইসলাম মারুফ বলেছেন, ‘শাবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। বাকৃবিসাসের পক্ষ হয়ে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ধরণের হামলা ছাত্রলীগের মত পুরাতন ও বৃহৎ সংগঠনের কাছ থেকে কখনো কাম্য নয়। একই ঘটনার পুনরাবৃত্তি দেশের জন্য কখনও ভাল কিছু নিয়ে আসবে না।’

উল্লেখ্য, ছাত্রী হয়রানির প্রতিবাদ করায় গেল ৮ এপ্রিল হামলার শিকার হন শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপু এবং সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলী।

(দ্য রিপোর্ট/এজে/এপ্রিল ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর