thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮, ৩ আশ্বিন ১৪২৫,  ৭ মহররম ১৪৪০

মালয়েশিয়ায় 'বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার' বাংলাদেশি শ্রেয়সী

২০১৭ এপ্রিল ১০ ২২:৪৮:৩৬
মালয়েশিয়ায় 'বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার' বাংলাদেশি শ্রেয়সী

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় সরকারি এসএমকে বান্দার সানওয়ে স্কুলে ২০১৬ সালের 'বেস্ট স্টুডেন্ট অফ দ্যা ইয়ার' পদক পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী শ্রেয়সী করিম।

মালয়েশিয়ার সরকারি শিক্ষা কারিকুলাম ভুক্ত সকল বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে এ সম্মানসূচক পদকটি প্রদান করা হয়। শ্রেয়সী স্কুলটির অষ্টম শ্রেণির ছাত্রী।

'বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার' পদকটি শ্রেয়সী করিমের হাতে তুলে দেন সেলাংগর এডুকেশন কারিকুলামের প্রধান নিয়ন্ত্রক নুরাজমি বিন মুহামেদান এবং এসএমকে বান্দার সানওয়ে স্কুলের প্রিন্সিপাল নরজাহ বিন্তি ইউসুফ।

মালয় ভাষায় অনুষ্ঠিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেয়সী নিজের মেধার স্বাক্ষর রাখেন।

মালয়েশিয়ার ফার্নিচার ব্যবসায়ী ফরহাদ হোসাইন ও ড. সুকান্তা করিমের কন্যা শ্রেয়সী করিম একাধারে নাচ, গান, পিয়ানো বাজানো ও ছবি আঁকায় সমান পারদর্শী।

মাস্টার মাইন্ড স্কুলের সাবেক শিক্ষার্থী শ্রেয়সী ঐ স্কুলে সবচেয়ে বেশি নম্বর অর্জনকারীর খেতাবটিও ধরে রেখেছিল কৃতিত্বের সঙ্গে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/

এপ্রিল ১০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবররে