thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন হস্তপেক্ষ’

২০১৭ এপ্রিল ১২ ২৩:৪৮:০৭
‘সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন হস্তপেক্ষ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে সরাসরি সম্প্রচারে বাধা প্রদানের অভিযোগ তুলে ‘সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন হস্তপেক্ষ’ বলে দাবি করেছে বিএনপি।

বুধবার (১২ এপ্রিল) রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ অভিযোগ করা হয়।

বার্তায় বলা হয়, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বিএনপি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাংবাদিক সম্মেলন শুরু হলে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য সরাসরি সম্প্রচার শুরু করলেও সাথে সাথে তা বন্ধ করে দেওয়া হয়।’

‘তাছাড়া অধিকাংশ টেলিভিশন চ্যানেলে গুরুত্বহীনভাবে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচার করা হচ্ছে বা কোনো কোনো টেলিভিশন চ্যানেলে তা সম্পূর্ণ ব্লাকআউট করা হয়েছে। সরকারের সরাসরি নির্দেশেই বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। গণমাধ্যমের উপর সরকারের এই আচরণ স্বেচ্ছাচারী, অগণতান্ত্রিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন হস্তপেক্ষ। এই ঘটনায় ভোটারবিহীন সরকারের গণবিরোধী কুৎসিত রূপটি আরও প্রকটভাবে ফুটে উঠলো।’

বার্তায় আরও বলা হয়, ‘এটি বিএনপি ও ২০ দলীয় জোটের প্রতি সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এরা বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতায় অবিশ্বাসী একটি রাজনীতিক দল, যারা দুঃশাসন চালিয়ে বহুদলীয় গণতন্ত্রকে অদৃশ্য করেছে। একদলীয় অপশাসন প্রলম্বিত করার জন্যই বিরোধী মত দমনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে সরকার সদা তৎপর। ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বর্তমান সরকার গণমাধ্যমকে নিজেদের উদ্দেশ্য সাধনে ব্যবহার করতে যাবতীয় কর্মকাণ্ড চালিয়ে এসেছে। সুতরাং সত্য প্রকাশিত হওয়ার ভয়েই সরকার আজ বিএনপির সাংবাদিক সম্মেলনে চেয়ারপারসনের বক্তব্য ইলেক্ট্রনিক্স গণমাধ্যমে প্রচারে বিঘ্ন সৃষ্টি করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসনের বক্তব্য টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারে বাধা সৃষ্টি করায় সরকারের ন্যক্কারজনক স্বৈরাচারী হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচএ/এনআই/এপ্রিল ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর