thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

উত্তরা ব্যাংকের মুনাফার ৪৮ শতাংশ যাচ্ছে রিজার্ভে

২০১৭ এপ্রিল ১৩ ১১:৫৮:০৬
উত্তরা ব্যাংকের মুনাফার ৪৮ শতাংশ যাচ্ছে রিজার্ভে

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০১৬ সালের মুনাফার ৫২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ। যাতে বাকি ৪৮ শতাংশ যোগ হবে রিজার্ভে। যদিও প্রতিষ্ঠানটির মূলধনের দ্বিগুণেরও বেশি রিজার্ভ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৬ সালের ৩.৮৬ টাকার ইপিএসের বিপরীতে ২০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে নগদ ২ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৫১.৮১ শতাংশ। বাকি প্রতিটি শেয়ারে ১.৮৬ টাকা বা ৪৮.১৯ শতাংশ রিজার্ভে যোগ হবে।

ডিএসই অনুযায়ী ৪০০ কোটি ৮ লাখ টাকার পরিশোধিত মূলধনের ব্যাংকটিতে ৯২০ কোটি ১২ লাখ টাকার রিজার্ভ রয়েছে। যা মূলধনের ২.৩০ গুণ বা ২৩০ শতাংশ। তবে ২০১৬ সালে মুনাফার কম লভ্যাংশ ঘোষণায় এ রিজার্ভ আরও ৭৪ কোটি ৪১ লাখ টাকা বাড়বে।

এর আগে ২০১৫ সালের ৩.৭৮ টাকার ইপিএসের বিপরীতেও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে নগদ ২ টাকা লভ্যাংশ ঘোষণা করেছিল। যা ছিল মুনাফার ৫২.৯১ শতাংশ। বাকি প্রতিটি শেয়ারে ১.৭৮ টাকা বা ৪৭.০৯ শতাংশ রিজার্ভে যোগ হয়েছিল।

১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের ৪০০ কোটি ৮ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এক্ষেত্রে ব্যাংকটিতে উদ্যোক্তা পরিচালকদের মাত্র ১২.৫৯ শতাংশ মালিকানা রয়েছে। যাতে প্রতিষ্ঠানটি রাইট শেয়ারের মাধ্যমে টাকা উত্তোলনের সক্ষমতা হারিয়েছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর উত্তরা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.৫২ টাকায়।

কোম্পানির ২০১৬ সালের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ মে সকাল ১১টায় রাজধানীর খিলক্ষেতে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ৪ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১২ এপ্রিল) লেনদেন শেষে উত্তরা ব্যাংকের শেয়ার দর দাঁড়িয়েছে ২৫ টাকায়।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/এপ্রিল ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর