thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ঐতিহ্যবাহী খাবারে প্রথম রাজস্ব হালখাতা

২০১৭ এপ্রিল ১৩ ১৯:১৪:৪৬
ঐতিহ্যবাহী খাবারে প্রথম রাজস্ব হালখাতা

দ্য রিপোর্ট প্রতিবেদক : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার মুড়ি মুড়কি, বাতাসা, জিলাপি, মিষ্টি ইত্যাদি দিয়ে সবাইকে মিষ্টি মুখ করিয়ে প্রথমবারের মতো রাজস্ব হালখাতা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার রাজধানী ১৬৯/ক, সৈয়দ নজরুল ইসলাম সরণির টেপা কমপ্লেক্সে কর অঞ্চল-০৪, ঢাকা এর কনফারেন্স রুমে এ হালখাতা অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তি (৩০ চৈত্র ১৪২৩) উপলক্ষে কর অঞ্চল-০৪, ঢাকা এ অনুষ্ঠান আয়োজন করে।

‘বকেয়া আদায় নয়, পরিশোধ’ স্লোগানের মাঝে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হালখাতা উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়ব সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মোজাম্মেল হক খান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথমবারের মতো আয়োজিত এ হালখাতা কর প্রশাসনে রাজস্ব আদায়ে মাইলফলক হয়ে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কর অঞ্চল-০৪, ঢাকা এর কর কমিশনার রাধেশ্যাম রায়। অনুষ্ঠান সঞ্চালন করেন কর অঞ্চল-০৪ ঢাকা এর অতিরিক্ত কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর অঞ্চল-০৪, ঢাকা এর অতিরিক্ত কর কমিশনার মো. শহীদুল ইসলাম, যুগ্ম কর কমিশনার মো. আবদুস সবুর খান, যুগ্ম কর কমিশনার মো. রওশন আখতার প্রমুখ। এসময় করদাতাদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব, ঢাকার ভাইস চেয়ারচম্যান এম এ রাজেক, মো. সাহিদুর রহমান টেপা প্রমুখ। জাতীয় রাজস্ব বোর্ড প্রথমবারের মত রাজস্ব হালখাতা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়।

(দ্য রিপোর্ট/এমএম/এপি/এপ্রিল ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর