thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সম্মাননা পেলেন দুই গুণী

২০১৭ এপ্রিল ১৬ ১৮:৩৫:৪৪
সম্মাননা পেলেন দুই গুণী

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাহিত্য একাডেমি সম্মাননা পেলেন দেশের বিশিষ্ট কবি মুহাম্মদ সামাদ। বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হলো।

এছাড়া লোকজ সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের জন্য কবি আমিনুর রহমান সুলতানকে দেওয়া হলো বৈশাখী উৎসব ১৪২৪ সম্মাননা।

সাহিত্য একাডেমি আয়োজিত ৩১তম বৈশাখী উৎসবের ২য় দিনে শনিবার (১৫ এপ্রিল) এই সম্মাননা প্রদান করা হয়। সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সদস্য মো. মজিবুর রহমান, ত্রিপুরার বিশিষ্ট কবি দিলীপ দাস আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার এবং নগদ সম্মানী তুলে দেন।

সাহিত্য একাডেমির গত ৩১ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ৩১তম উৎসবের দ্বিতীয় দিন কবি মুহাম্মদ সামাদকে সাহিত্য একাডেমি সম্মাননা এবং কবি আমিনুর রহমান সুলতানকে বৈশাখী উৎসব সম্মাননা প্রদান করা হলো। পরে স্থানীয় আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্রর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শক।

(দ্য রিপোর্ট/পিএস/এপ্রিল ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর