thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭, ২ কার্তিক ১৪২৪,  ২৬ মহররম ১৪৩৯

মাইকে আজান নিয়ে বিতর্কে সনু নিগম

২০১৭ এপ্রিল ১৭ ২২:০৪:৪৮
মাইকে আজান নিয়ে বিতর্কে সনু নিগম

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের খ্যাতনামা গায়ক সনু নিগম তার টুইটার পেজে মাইকে আজান দেওয়ার বিরুদ্ধে মন্তব্য করে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছেন।

সোমবার (১৭ এপ্রিল) ভোরে আজানের শব্দে ঘুম ভেঙে যাওয়ার পর তিনি টুইটারে একের পর এক মন্তব্য পোস্ট করতে থাকেন।

সেখানে তিনি লেখেন, ‘আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে?’

এরপর তিনি মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধেও কিছু মন্তব্য করেন- একে ‘ধর্মবোধ জোর করে চাপিয়ে দেওয়া’ বলে বর্ণনা করেন তিনি।

তবে সুন নিগম শুধু আজানের বিরুদ্ধেই টুইট করেননি। তিনি মন্দির এবং গুরুদুয়ারাতেও লাউড স্পিকারের শব্দ দুষণের বিরুদ্ধে মন্তব্য করেন।

তার এই মন্তব্যের পর টুইটারে তার পক্ষে-বিপক্ষে শুরু হয় জোর বিতর্ক। অনেকেই তাকে ‘মুসলমান-বিরোধী’ বলে বর্ণনা করেন। আবার অনেকেই বলেন, সনু নিগম ইসলামের বিরুদ্ধে কোন কথা বলেননি। তিনি শুধু মসজিদে মাইক ব্যবহারের বিপক্ষে মন্তব্য করেছেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/এপ্রিল ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে