thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রাবিতে ভাস্কর্য উল্টানোর ঘটনায় লিখিত অভিযোগ

২০১৭ এপ্রিল ১৯ ১৩:২৮:৪২
রাবিতে ভাস্কর্য উল্টানোর ঘটনায় লিখিত অভিযোগ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদের ভাস্কর্য উল্টানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মঙ্গলবার মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ভাস্কর্য উল্টানোর ঘটনায় আমরা এর তীব্র নিন্দা জানাই। এটি একটি গর্হিত কাজ এবং তা বিভাগের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। বিভাগের একাডেমিক কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার বলেন, ‘আমরা এ ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর এবং অনুষদের ডিনের কাছে চিঠি দিয়েছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশ করা হয়েছে। প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আমরা ব্যবস্থা নেব।’

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান জানান, বিভাগের লিখিত অভিযোগপত্র আমি পেয়েছি। তাদের অভিযোগের ভিত্তিতে অনুষদ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় প্রায় চার শতাধিক ভাস্কর্য উল্টিয়ে ফেলে মৃৎশিল্প ও ভাষ্কর্য বিভাগের কয়েকজন শিক্ষার্থী। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভাস্কর্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইউসুফ আলী স্বাধীন ও ইমরান হোসাইন রনি সাংবাদিকদের এ কথা জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে আমাদের বানানো এই ভাস্কর্যগুলো এখানে জরাজীর্ণ হয়ে পড়ে আছে। কিন্তু এগুলোর পরিচর্যা নেওয়া হয় না। এ ছাড়া এই চত্বরে একটা প্রচীর দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় শিক্ষকদের বলেছি, কিন্তু এখানে কোনো প্রচীর আজ পর্যন্ত দেওয়া হয়নি। প্রচীর না থাকায় বাইরের অনেকেই এসে শিক্ষার্থীদের বানানো এই ভাস্কর্যগুলো ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে অতীতে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/এপ্রিল ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর